গণতন্ত্র
আদিত্য অনীক
ছেলেটা বলল বাবা গণতন্ত্র কী ?
বাবা কপালে ভাজ ফেলে বললেন,
এক কথায় বলা মুশকিল ।
গণতন্ত্রের আছে অনেক উপাদান,
প্রত্যেকের সতন্ত্র অবদান,
যেমন ধর আমি উপার্জন করি সংসারে টাকা আনি
আমি পুঁজিপতি।
সেই টাকা খরচ করে তোমার মা সংসার চালান
তিনি সরকার।
তোমার দাদু উপর থেকে সব দেখ ভাল করেন
তিনি পার্লামেন্ট।
কাজের বুয়া সংসারের সব কঠিন কাজ করে
সে শ্রমিক শ্রেণী।
এতো যে আয়োজন সংসারে এ সব তোমার জন্য
তুমি জনগণ।
আর তোয়ালে জড়ানো তোমার যে ছোট ভাই
সে ভবিষ্যৎ।
অভিজ্ঞতার আলোকে জনগণ ভোটে যে রায় দেন
সেটাই জনমত।
ভবিষ্যৎ ঘুমায় জনগণের সাথে এক বিছানায়
মাঝরাতে ছোট হিসু করে বিছানা বালিশ ভিজিয়ে
ছেলেটাকে লেপ্টিয়ে ভ্যা ভ্যা করে কাঁদতে লাগল।
ছোটর জন্য কিছু করা দরকার, ভেবে ছেলেটা
মা-বাবাকে ডাকতে তাদের ঘরে গেল।
বাবা বিছানায় নেই , মা অঘোরে ঘুমাচ্ছেন
অনেক চেষ্টাতেও মায়ের ঘুম ভাঙা গেল না।
ছেলেটা কাজের বুয়ার ঘরে গেল
ওখানে বাবা বুয়াকে তুমুল তান্ডবে পীড়ন করছেন
দাদু জানালার ফাঁক দিয়ে চেয়ে চেয়ে দেখছেন
তারা নিজ নিজ কাজে এতটাই মত্ত যে ছেলেটা
কিছুতেই তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারল না।
সকালে বাবা বললেন খোকা গত রাতে
গণতন্ত্র সম্পর্কে কিছু কি ধারণা হয়েছে তোমার?
ছেলেটা বলল, জ্বী বাবা, একদম পরিস্কার।
গণতন্ত্রে পুঁজিপতি শ্রমিকশ্রেণীকে বলাৎকার করে
পার্লামেন্ট কুঁত কুঁত করে চেয়ে চেয়ে দেখে
সরকার তখন হাত-পা ছড়িয়ে ঘুমায়
জনগণ কারো কাছে পাত্তা পায় না
আর ভবিষ্যৎ আপন হিসুতে হাবুডুবু খায়।
গণতন্ত্র সম্পর্কে এটাই জনগণের রায়।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




