কেউ একজন আমাকে জিজ্ঞেস করলো, ভাই আপনি বিয়ে করছেন কবে ?
আমি তো শুনে "থ্" ।
আমি বললাম, ভাই অলরেডি চারজন এর সাথে সংসার করছি।
- বলেন কি ???
- আবার যৌতুক ও পেয়েছি ।
- বিশ্বাস হয় না !
- আমি হেসে বলালাম--
- ভাই আমার প্রথম জনের নাম হলো "ধর্ম" সাথে যৌতুক হিসাবে পেয়েছি "সত্য জীবনাদর্শ ও মানবতা" ।
- দ্বিতীয় জনের নাম হলো "কর্ম" সাথে যৌতুক হিসাবে পেয়েছি "বেচেঁ থাকার Passion" ।
- তৃতীয় জনের নাম হলো "বাহারি খাওঁন" সাথে যৌতুক হিসাবে পেয়েছি "গ্যাসট্রিক ও পেটে ব্যাথা" ।
- চতুর্থ জনের নাম হলো "কম্পিউটার" সাথে যৌতুক হিসাবে পেয়েছি "গুগল আর গেম" ।
নিজের জান্তে হোক আর অজান্তে এর একটাকেও ছেড়ে থাকতে পারা দায়। প্রথম জন কে বর্তমান আর ভবিষ্যতের সুন্দর জীবনের লক্ষ্যে বিয়ে না করে উপায় ছিলো না। দ্বিতীয়টা করার কারন নেহায়েত অস্তিত্ব রক্ষার্থে। আর যাই হোক ভালো খাওয়া দাওয়া ছাড়া আমার চলে না সেই জন্যেই তৃতীয়টা করা আর শেষেরটা আবসর আর Stress এ আমার মন ভোলানি।
- এখন আপনিই বলেন চার বিয়ের পর কি আর বিয়ে করার অনুমতি আছে ?
- তাই বলে কি জলজ্যান্ত কাউকে বিবাহ করবেন না ?
- এই চার জনের সাথে একই ঘরে মানিয়ে চলার মতো যদি কাউকে পাই তাহলে হয়তো !
- উনি হাসলেন।
- আমিও হাসলাম।
-----------------------------------------------------------------------------------
Page of Everything. গুরুপ্তপূর্ন তথ্য ও জ্ঞান সমৃদ্ধ পেজ
ভাই বাস্তবেই এই চারজনের সাথে সংসার করছি। আমার নিত্যদিনের সন্ঙি।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৪:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




