
ম্যানহাটানের বওলিং গ্রীনে ব্রোঞ্জ নির্মিত এই বিশাল ষাঁড়ের মুর্তটি দেখে যে কেউ চমকে যাবে। মনে হবে এই বুঝি ছুটে আসলো আমার দিকে। এই ভয়াবহ সুন্দর বোঞ্জ মুর্তি নিউ ইয়র্ক সিটির অন্যতম ট্যূরিষ্ট আকর্ষণ।
মজার ব্যাপার হচ্ছে এই মহামূল্যবান মুর্তিটি একেবারে বিনে পয়সায় আমেরিকানদের উপহার দিয়েছেন ভাষ্কর আরতুরো ডি মোডিকা। আরো মজার ব্যাপার হচ্ছে ১৬ ফুট লম্বা, ১১ ফুট উঁচু এবং প্রায় সাড়ে তিন হাজার কিলোগ্রাম ওজনের এই মুর্তিটি বানানোর পর ট্রাকে করে এনে ঠিক এখানে ফেলে যান ১৯৮৯ সালের ১৪ ডিসেম্বর তারিখে। পথেঘাটে এভাবে কিছু ফেলে রাখা অবৈধ, তবে এই ‘বুল’ আর অবৈধ থাকেনি বরং স্বসম্মানে গ্রহন করা হয়েছে।
ডি মোডিকার জন্ম ইটালীর সিসিলিতে, ১৯৭০ সালে যখন ভাগ্যের অন্বেষণে আমেরিকা আসেন তখন তিনি কপর্দকশূন্য। অপার সম্ভাবনার জগত আমেরিকায় এসে ভাগ্য ফিরে যায় ডি মোডিকার, চার্জিং বুল হচ্ছে আমেরিকানদের প্রতি তাঁর কৃতজ্ঞতার নিদর্শন। প্রতিটি আমেরিকান যারা এক সময়ের সকল কঠিন সময় পেরিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছে তাদের জন্য এই ভাস্কর্য এক উৎসাহব্যঞ্জক দৃষ্টান্ত।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


