ব্লগার জটিল ভাই-এর ব্লগচিঠি, সাথে দুটো গান সব মিলে মাঝারি সাইজের এই পোষ্টটা পড়ে আমার অদ্ভুত প্রতিক্রিয়া হয়েছে। সেটা হল, ঠিক কতখানি ভালো লেগেছে বা আদৌ ভালো লেগেছে কিনা বুঝতে পারছিনা। কিন্তু আপনার লেখা এবং সেখানে কমেন্টস্, পাল্টা কমেন্টস্ গুলো দেখে মনে হল আমরা দ্যা পাওয়ার অফ পজিটিভ থিংকিং বিষয়ে সিরিয়াস হচ্ছি।
৮ নং কমেন্ট, কাল্পনিক_ভালোবাসা'র বক্তব্যের সাথে আমিও একমত।
ব্লগের পোষ্ট দেখলে বোঝা যায় সেই ব্লগার কি প্রকাশ করতে চাচ্ছেন। ভালো লাগা বা বিরক্ত হওয়া দুটোই স্বাভাবিক রিএ্যাকশন। কিন্তু আমাদের মুল উদ্যেশ্য ব্লগ সচল রাখা।
অদ্ভুত বিষয় হল, এত পুরোনো (সামুর বয়স প্রায় বিশ বছর) আর দশ হাজারেরও বেশী সদস্যে ভরা আমাদের সামু ব্লগে ৪০ জন ব্লগারকে একসাথে কবে এ্যাক্টিভ দেখেছি মনে পড়ে না। যে কয়জন অনুগ্রহ করে এ্যাক্টিভ থাকেন নানান বিষয় এবং কবিতা নিয়ে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
হাতে গোনা অতি অল্প ক'জন নিয়মিত লেখেন কিন্তু স্বাভাবিক থাকতে পারেন না, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাউকে (কোন গোত্র বা গোষ্ঠিকে) খোঁচা দিতেই থাকেন। এটা তাঁদের ব্যাক্তিজীবনের ডিস্টার্বেন্সের কারনে হতে পারে। - (সবাই তো আর আমার মত বেহায়া না, যে সারাক্ষণ আনন্দে থাকে

প্রশ্ন হল যাঁরা পড়েন তাঁদের ক'জন এগুলো হজম করেন, সমর্থন কিংবা প্রতিবাদ করেন? আবার যখন কোন রিএ্যাকশনের পাল্টা রিএ্যাকশন হয় তখন কমেন্টে চলে আড্ডা, খুনসুটি আর (ক্ষেত্র বিশেষে) ঝগড়া। এর পজিটিভ দিক হল ব্লগ সচল থাকে।
আর নেগেটিভ দিক হল আমব্লগার যারা অতি সাধারণ বিষয়ে লিখতে চান, তাঁরা কনফিউজড হয়ে যান। হয়তো ভাবেন সামু ব্লগ হচ্ছে দেশ/জাত/ধর্ম/ইজম রক্ষাকারী (অথবা আক্রমণকারী) প্ল্যাটফর্ম সেখানে শুধু বিচার-বিশ্লেষণ-পান্ডিত্য-জ্ঞান ইত্যাদি নিয়েই পড়ে থাকতে হবে।
এখানে অতি সাধারণদের ভাত নেই।
এই জড়তার কারনে বহু সদস্যের বুক ফাটে তো মুখ ফাটে না। লিখতে গিয়েও থেমে যান, মনের ভাব প্রকাশ করেন অন্য প্ল্যাটফর্মে।
ওই যে বললাম! দশ হাজারেরও বেশী মেম্বার, এক সাথে ৪০ জন কবে অনলাইনে দেখেছিলাম মনে পড়েনা।
একটু সাহস পেলে লিখতাম। যা ইচ্ছে তাই, সেখানে গাদ্য/পদ্য/ইতিহাস/ভুগোল/হাসি/কান্না/খুনসুটি সব, থাকবেনা অন্যের প্রতি অসম্মান।
দেখা যাক, পরিবেশ পেলে হয়তো আবার শুরু হব প্রানখুলে লেখা।
হ্যাপী ব্লগিং
P.S. - I love you Samu.

সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৩৮