জামাতীদের সম্পর্কে আমরা কতটুকু জানি।? জামাতিদের পিতৃভূমি পাকিস্তানেই ওদের আদিপিতা মৌদুদিকে ফাঁসিতে লটকে মারা হয়েছিলো।
১৯৭১ সালে এই জামাতিরাই তাদের নীতির বিরোধী কমিউনিস্টদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের স্বাধীনতার বিরোধীতা করেছিলো। এই জামাতিরা বাংলার লাখ লাখ মানুষ মেরেছিলো পাকিস্তানি সেনা আর বিহারীদের সাথে মিলে। সংগত কারনেই আওয়ামীলীগ সব সময় জামাতিদের দৌঁড়ের উপরে রেখেছে । ফলশ্রুতিতে গোলাম আযমের পোলাকে আট বছর আয়নাঘরে আটকে রাখবে সেটাই স্বাভাবিক।
আর হেতে কি করলো, বাইর হইয়া কয় এই কইত্তে হপে, ওই কইত্তে হপে, জাতীয় সংগীত বদলাইতে হপে। আরে বলদ, জাতীয় সংগীত তোর বাপের সম্পত্তি? ফাইজলামি করছ?
তখন কি বলবে জানেন? বলবে, ভাইরে, আট বছর আয়নাঘরে ছিলাম, মাথামুথা ঠিক নাই, আল্লাহ্র ওয়াস্তে মাফ কাইরা দ্যান।
এই সেই জামাতি যারা ২০২৪ সালের স্বাধীনতার পর গলা উঁচিয়ে বলে, "আওয়ামীলীগকে ক্ষমা করে দিলাম!"
তোরা কে ওদের ক্ষমা করার? কেউ তোদের পুঁছে? আওয়ামীলীগের কুত্তারা এভাবে আমাদের ছেলেমেয়েদের মারলো, আর ক্ষমা করবি তোরা? আওয়ামীলীগের সাথে কোয়ালিশন করার ধান্ধা? যদি বলতে হয় এভাবে বল, "গত ১৬ বছর আওয়ামীলীগ আমাদের পি মেরেছে, ক্ষমা করে দিলাম" - তখন সেটা হবে ভিন্ন বিষয়।
বাংলাদেশে যখন নিরপেক্ষ নির্বাচন হবে তোরা সব মিলিয়ে ১৫% ভোট পাবি?
জিন্দেগীতেও না।
আমাদের দেশের মানুষ নিয়মিত নামাজ পড়ে, রোযা রাখে। সব ধরনের ইসলামী চর্চা করে দেখে জামাতিরা মনে মনে মনকলা খাইয়া শ্যাষ।
আরে ভাই বাংলাদেশীরা মূর্খ না।
জামাতিদের চাল চলন সব সময় সন্দেহজনক। ওদের বিশাল কাজ কারবার, বিশেষ করে ওদের প্রচুর পাবলিকেশনস্ (বই পত্র, পেপার ম্যাগিজন ইত্যাদি) আছে। এর মধ্যে তাদের বইপত্র বেশীরভাগই ইন্ডয়া থেকে ছাপাইতো। (এখনকার কথা জানিনা)। জামাতিরা মুখে মুখে আল্লাহ্ আল্লাহ্ করে আর তেল মারে ইন্ডিয়াকে।
এত বড় একটা আন্দোলন হয়ে গেলো যেখানে আমাদের কলিজার টুকরা সন্তানেরা এভাবে মারা গেলো। আমাদের সন্তানেরা কোন রাজনৈতিক দলের দালাল ছিলো না। কোনো পার্টির পক্ষে একটা শ্লোগানও দেয় নাই। অথচ অকাতরে প্রান দিলো, স্বাধীনতা এনে দিলো আর মাঝখান থেকে বিএনপি আর জামাত মিলে হালুয়া খাবার প্রতিযোগিতা শুরু করে দিলো। এখানে একটা পজিটিভ বিষয় খেয়াল করলাম তারেক রহমান সংযত কথা বার্তা বলছে এবং আশা করবো সংযতই থাকবে।
কিন্তু জামাতিরা যা শুরু করসে, ভাবতেছে এই কালকেই ক্ষমতা নিয়া নিবে? এত্ত সোজা? দেশের মানুষকে কি মনে করে এরা?
জাতীয় সঙ্গীত বদলাবি? জাতীয় পতাকা বদলাবি? আয় কাছে আয়. . .
এবার হা কর্ !
.