
প্রভাতের শিশির ফুটা গম্ভীরতা হাসি!
অশ্লালিনতার হাওয়া লেগেছে নাকি;
ঐ গোলাপের পাঁপড়ি স্পর্শ অধীন-
গোপনতায় হ্যা – হ্যা উচ্চ কণ্ঠ ধ্বনি;
প্রজ্ঞাপন বিদ্যা সাহিত্যের শিরোমনি
নেই জ্ঞানচিন্তা আর ভাবনাবোধ
প্রজ্বলন পুষ্প ভরা ফুলদানি ।
হ্যা – হ্যা –পবিত্র মনস্তত্ত্বের
গভীর থেকে যে আদর ফুলফুটে
তাকে বলছো অশ্লালিন,
ভাবনার ফুরফুর বায়ূতে থাকে যদি
অপবিত্রতা,উলঙ্গ চিন্তার শিশিরি
তাকেই বলে অশ্লালিন;
বলেছে বাউলা বাতাস গৃহীন
আউলা সাহিত্যরস মন সিং
গভীর সংগোপনে খুঁজ তারে
আদরের এক চিমটি আদরে;
তাতে নেই অশ্লালিন অশ্লালিন।
লেখার তারিখঃ ২৫/১০/২০১
,,,,, ,,,,,,,, ,,,,,,,,,

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


