দুনিয়ার হেন কোনো বিষয় নাই যা নিয়ে গুএষণা হয় না।পানি গুএষক, পাট গুএষক,নামকরন গুএষক,
আলু গুএষক, স্বপ্ন গুএষক কোনটার গুএষক নাই?
মাগার ৬৪০০০ ব্লগার থাকার পরও সামুতে কোনো ব্লগার গুএষক নাই।ব্লগার রা কখন হাসে
তাই এখন থেকে ব্লগারদের নিয়ে গুএষনাই হল আমার একমাত্র কাজ। ইতিমধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্লগার নির্বাচনের কাজ চালিয়ে যাচ্ছি। এর পরে সেরা কমেন্টার গুএষনা চালামু। আনহেরা সাথে থাইক্কেন।এর পর চালামু সবচেয়ে বেশী মাইনাস কে খায়। ইনশাল্লাহ অন্য লিস্টে না থাকবার পারলেও ঐ লিস্টের প্রথম দিকেই আমার নাম আনহেরা পাইবেন।
এই লক্ষ্যে এখন থেকে বিপুল উদ্যামে আমারে মাইনাস দিয়া যান।
কথা শেষ। এবার মিষ্টি খান
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১০ রাত ২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




