লালঃ আপনার পছন্দের রঙ যদি লাল হয় তবে আপনি উদ্যমী,আনন্দপ্রিয়,সৌন্দর্যের পূজারী।আপনি পরিশ্রমী,উচ্চাভিলাষী তবে সামান্য তে মেজাজ চড়ে যায় আপনার।কিন্তু রাগ পড়ে যেতে ও বেশী সময় লাগেনা।
সবুজঃ আপনার যা কিছু আছে তাতেই আপনি সুখি।সন্তুষ্ট।আপনি ভদ্র,শান্তিপ্রিয়,তবে আপনার আছে প্রবল আত্মসম্মানবোধ।
নীলঃ আপনার প্রিয় রঙ যদি নীল হয়,তবে আপনি পরিশ্রমী,যেকোন কিছু সহজে আপনার হয়না,অত্যন্ত কষ্টকর পথ পাড়ি দিয়ে আপনাকে লক্ষ্যে পৌছাতে হয়।আপনার কাছের মানুষ দের ধারনা আপনি একরোখা । আপনি মাঝে মাঝে সিদ্ধান্ত হীনতার কারনে সাধা লক্ষী পায়ে ঠেলেন।
কালোঃ প্রিয় রঙ যদি কালো হয় তবে আপনি একজন স্মার্ট,সুশোভন মানুষ কিন্তু দাম্ভিক নন।আপনি স্পষ্টবাদী,সচেতন ।ব্যক্তিগত জীবনে একাকীত্ত আপনাকে কষ্ট দেয়।
সাদাঃ আত্মনির্ভরতা আপনার বৈশিষ্ট্য।পবিত্র মনের অধিকারী।সৃজনশীল ক্ষমতা রয়েছে।তবে আপনি কিছুটা লাজুক।
সোনালীঃ আপনি জনপ্রিয়, সুবক্তা।নিজের ক্ষমতা এবং সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন।আপনি বেশ রোমান্টিক।অনেক বন্ধু আপনার তবে তাদের মধ্যে থেকে বিপদের সময় প্রকৃত বন্ধু খুজে পেতে আপনার কষ্ট ই হয়।
গোলাপীঃ জন্ম থেকেই আপনি ভাগ্যবান/ ভাগ্যবতী। যদি আপনি নারী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি রুপবতী এবং আকর্ষনীয়। আপনার ভক্তের সংখ্যাও কম নয়। তবে যা কিছুই করেন তা নিজের জন্যেই করে থাকেন।
কমলাঃ আপনি বড় বেশি বাস্তববাদী। নিজের জীবনযাত্রা নিয়ে সচেতন এবং কখনও ঝুকির পথ মাড়ান না।
বেগুনিঃ আপনি প্রতিভাবান এবং অন্যকে মুগ্ধ করার সহজাত ক্ষমতা আপনার আছে। আপনি সৎ। আপনি কাজ করেন বেশি কিন্তু আশা করেন কম।
হলুদঃ আপনি একজন সুখি মানুষ। যেকোন প্রতিকুল পরিস্থিতি আপনি পাড়ি দিতে পারেন আপনার ইতিবাচক মনোভাবের কল্যানে।
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১০ রাত ১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




