বিচারের সবটুকু মেনে
নিবি যদি নিয়ে যা
গোটা তালগাছ
সূর্যের কোলে বসে কাঠ কয়লার আগুনে
বন পুড়ে হবে অঙ্গার,
নিঃস্ব জলাভূমে দরদী বেলেহাস,
প্রকৃতির তৃষ্ণা মিটিয়ে চলে যাবে চিরতরে
হাওর,নদীতে,বিলে...
চেয়ে দেখ ধেয়ে আসছে
ঘোর অন্ধকার।
দু চোখের অশ্রু শুকিয়ে
কোন কালে হয়েছিল তূষারের গাছ?
ভবিষ্যত আজ
কূটিল সীমারেখায়
দৃষ্টির সামনে পর্দা টানাচ্ছে।
এস,খেল দেখিয়ে যাও শক্তির
শক্তিরা চল আজ,
উদ্দাম নৃত্য কর ওজোনের ফুটোয়
পাখির গান থামলে
বাণিজ্যিক বেসাত
থমকে কি যায়?
সর্বশেষ এডিট : ২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




