ব্লগার জুল ভার্ন এর ব্লগ ছেড়ে যাওয়াটা অত্যন্ত দুঃখজনক। তাঁর মতো গভীর বোধ এবং তা প্রকাশের দক্ষতা খুব কম ব্লগারেরই আছে। সেদিক বিবেচনা করলে ব্লগ তার ঐশ্বর্যকে হারালো। যদিও তাঁর মতাদর্শের সাথে আমার মতাদর্শ মিলেনা, কিন্তু গুণীজন কে তার প্রাপ্য মর্যদা দিতে কার্পণ্য করবো কেন!!
ব্লগে বিভিন্ন শ্রেণীর ব্লগার থাকে। সেক্ষেত্রে ব্যক্তি আক্রমণ হতে পারে, তার বিরুদ্ধে ব্যাবস্হা নেয়ার জন্য তাকে ইগনোর করা, কমেন্ট ব্লক, কতৃপক্ষকে রিপোর্ট করা সহ নানা ব্যবস্থা রয়েছে। আর নিজেকে একেবারে বিতর্কের উরদ্ধে রাখতে চাইলে আমাদের প্রয়াত এবং বর্তমান কিছু ব্লগার এর পথ অনুসরণ করা যেতে পারে। কিন্তু ব্লগ ছেড়ে দেয়াটা কোন সমাধান নয়।
যে পোস্টে রাজনীতি বা ধর্মের বিষয় থাকে তা নিয়ে পক্ষ, বিপক্ষ , আক্রমন পাল্টা আক্রমণ সব সময় হয়ে আসছে এবং প্রায় সময়ই তা ব্লগ সীমানা অতিক্রম করে ব্যাক্তি সীমানায় ঢুকে পড়ে। যদি্ও তা কাম্য নয়, কিন্তু সচারাচর তাই ঘটে । তখন যিনি আক্রমণের শিকার হন তার একান্ত কাছের মানুষদের উচিৎ তাঁকে সুরক্ষা দেয়া, শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করা। কিন্তু এক্ষেত্রে লক্ষনীয় বিষয় হলো তা না করে কিছু ব্যাক্তি তাঁকে ঢাল হিসাবে ব্যাবহার করে আক্রমন বা পাল্টা আক্রমনের প্রেক্ষাপট তৈরী করেছিল। ফলে দুঃখজনক ভাবে তিনি আরও আক্রমনের বস্তুতে পরিণত হয়েছেন। এ অবস্থায় টিকে থাকার উত্তম পন্থা হল চামড়া মোটা করা। কিন্তু তাঁর আত্মমর্যাদা বোধ ছিল প্রখর, তাই তাঁর পক্ষে টিকে থাকাটা বেশ কঠিন হয়ে যায়। আর ব্লগ একটি উন্মুক্ত মাধ্যম এখানে কেউ কারও আত্মমর্যাদার প্রতি সম্মান দেখাবে, না দেখাবে না তা কোন ব্লগার এর মন-মানসকিতার উপর নির্ভরশীল। এ অবস্থায় ব্লগের নীতিমালা দিয়ে আমার মনে হয় তেমন কিছু করার থাকেনা। পরিণাম কারও কারও এ রকম বিষাদময় প্রস্থান।
যাহোক আমাদের ছোট্ট একটা ব্লগ বাড়ী । এখানে আমাদের ব্যাক্তি স্বার্থ বলে তেমন কিছু নেই, বিরাট অর্থ যোগের সম্ভাবনা নেই, নেতা হওয়ারও পথ নেই। তারপরও আমরা দলে-উপদলে, ধনে-মানে, কৌলিন্যে বিভক্ত হয়ে পড়ি। আমার কামনা থাকবে আমরা দলবব্ধ না হয়ে যেন গুনবব্ধ হই, ধনবান না হয়ে জ্ঞানবান হই, কুলিন না হয়ে সাম্যবাদী হই। সবাইকে শুভকামনা।
ব্লগার জুলভার্ন এর জন্য Eagles এর Hotel California গানের ক‘টি লাইন এর কথা সত্য হোক কামনায়…
… Last thing I remember, I was
Running for the door
I had to find the passage back
To the place I was before
"Relax, " said the night man
"We are programmed to receive
You can check out any time you like
But you can never leave"
ছবিঃ অন্তর্জাল + ফটোশপ
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০২৩ দুপুর ১:০০