রাশিয়া - ইউক্রেন যুদ্ধে আমি রাশিয়ার পক্ষে।
তার কয়েকটি কারন নিন্মে দেওয়া হইলোঃ
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে;
মূল বিষয়টাতে আপনারা একটু নজর দিন দয়া করিয়া;
দুর্বলেরা পক্ষে ও্ স্ববলের বিপক্ষে থাকাই মানবতা নয়।
দুর্বলেরা সর্বদাই নিরীহ নয়।
(যেমন; আজকের ইজরাইল)
তাহারা কখনো কখনো স্ববলের ঘুম হারামের কারণ ও হয় l
চলুন একটি বিষয়ে দেখিঃ-
ইউক্রেন বর্তমানে একটি দেশের নাম।
৩০ বছর আগে বিনা রক্তপাতে রাশিয়া থেকে দেশটি আলাদা করা হইয়াছিল।
সেই সময়ে রাশিয়া কতৃক এমন আরো ১০টি দেশকে স্বাধীনতা দেয়া হইয়াছিল।
বর্তমানে রাশিয়ান ফেডারেশনের অন্তর্ভুক্ত এই দেশগুলি সবাই যে যার মতো ভালোই আছে/ ছিল।
এখন এই ইউক্রেন যদি রাশিয়ার নাকের ঢগায় বসে আমেরিকা
ন্যাটো-কে দাওয়াত করিয়া আনিয়া সমরশক্তি প্রদর্শন করে,
ইউক্রেন দীর্ঘদিন যাবত আমেরিকা এবং ইউরোপের কিছু দেশের সহযোগিতায়
পারমানবিক অস্রের বিভিন্ন উপকরন নিয়ে গবেষনা করে আসছিল,
এই নিউজটা কোন পশ্চিমা মিডিয়ায় প্রকাশ করা হইতেছিল না।
তখন এই সমস্ত কারনে রাশিয়ার মাথা ব্যাথার কারণ হয় কিনা ?
আপনাদেরকে এই প্রশ্ন করা হইলো।
যা, এই প্রশ্নের উত্তরে বাহির হইয়া আসে তাহা একপ্রকার প্রত্যক্ষ হুমকি।
ইউক্রেইনের মধ্যেও রাশিয়ার জনগন আছে, তাহারা ও অন্যান্য জাতিগত দন্ধ আছে।
তাহাদেরকেও ইউক্রেন শক্তি দিইয়া মোকাবেলা বা দমন করে।
আছে রাশিয়ান জাতি এবং অঞ্চল।
সেখানেও বল প্রয়োগ করে ইউক্রেন ...... ইত্যাদি ইত্যাদি।
রাশিয়ার ইচ্ছা;
সেদেশের আয়তন বড় করার পরিকল্পনা নাই।
তবে আসে পাশে মোড়লদের (ন্যাটো) ছায়া যেন না থাকে।
আমি ইউক্রেনীদের কান্না দেখিয়া মোটেও বিচলীত নই।
কারণ আমি আফগানিস্তান, ফিলিস্তিন, লিবিয়া, সিরিয়া,
ইরাক,ইয়েমেন, বসনিয়া, আরাকান, লেবানন,
ও কাশ্মীরীও বাচ্চাদের ক্ষত-বিক্ষত লাশ ও
তাঁহাদের আহাজারি দেখিতে দেখিতে বড় হইয়াছি।
পশ্চিমাদের এসব আবেগ ফিলিস্তিনিদের সময় কেন থাকে না?
ফিলিস্তিনের অভিবাসীদের কে তো কোন দিন দেখতে যায় না,
কোন মার্কিন প্রেসিডেন্ট তাঁহাদের সাথে দখা করিতে গিয়াছেন !
তখন কোথায় থাকে তাদের মানবতা?
যুদ্ধ মঙ্গল জনক নয় তবে এই যুদ্ধর দরকার ছিলো।
আমেরিকা বার বার যে ভাবে বেঈমানি করছিল মুসলমানদের সাথে
এতে এমন একটা যুদ্ধের দরকার ছিলো।
আগ্রাসনকে সমর্থন করা আর বিশ্বমানবতাকে অপমান করা সমান কথা,
আমরা বিশ্বে সকল আগ্রাসনকে নিন্দা জানাই।
ন্যাটো মোড়লরা কেন;
রাশিয়া'কে
ডাকিয়া জিজ্ঞেস করে না;
"কেন তাহারা ইউক্রেনে আক্রমণ করিয়াছে?"
যদি তাহরা যুক্তিসংগত কোনও কারণ দেখাইতে পারে,
তবে সে বিষয়ে আলোচনা করিয়া একটা সমাধান করা হউক।
বিশ্বশান্তির জন্য এই যুদ্ধটাকে এখনই বন্ধ করা খুবই প্রয়োজন।
এই প্রয়োজন’টি কেন পশ্চিমা-ন্যাটো করে না ?
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০২৩ রাত ১১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




