তুমি আমায় যাই বলোনা,যতই তুমি মুখটা সরাও
উলটো দিকের আয়নাটাতে আমার ছবি'ই দেখতে যে পাও
এবড়ো থেবড়ো পথটা ধরে যতই তুমি আমায় হাটাও
হোঁচট খেয়ে থামবে না তো পথচলাটা আমার কোথাও
তুমি যখন কালি পরা চোখের মাঝে হারিয়ে ছিলে
তখন কিন্তু আমি'ই ছিলাম নিদ্রাহীন এর বন্ধু হয়ে
এখন তুমি যতই বলো 'ফিরে যাও আজ শুন্যতাতে'
আমি বলবো 'ভূলে গেছো এই হাতের মুঠোয় স্বপ্ন আছে?'

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




