
আমি সৃষ্টির শিশু দেখেছি
যা আমার ভাবনার অস্তিত্বের অনুভূতি!
তুমি কখনো ভাবোনি কারণ
চিত্র বিলাসী মন ছিল তোমার;
তাই এভাবে ভাবতে পারনি?
শুধু অহমিকা অমরত্ব সুধা খুঁজ নির্দ্বিধায়
তোমার অস্তিত্ব খুঁজে পেলে না-
জন্মভূমি প্রণয় নিশান এক পূর্ণিমায়!
শুধু শুধুই মেঘ উড়া আর্তনাদ-
উলঙ্গ মুখে উপলব্ধি এখন শূন্যের কুটায়;
২৫ কার্তিক ১৪২৮, ১০ নভেম্বর ২১
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



