
আবৃত্তির লিং- https://youtu.be/donHv-QBFXY
অপমান অপদস্থ আর কত বার
মৃত্যুর পরেও কি তাই হবে? শুধু
মাটির রক্ত কোষে ভাবনার চির;
সবুজ মেঘের খেলা হবে না আর!
বলো কে হবে চির উন্নত চির শির
বিদ্বেষের লেলিহান শিখা-হিংসার
নোলাটে চোখ কিংবা দেহ গড়ন
বাতাসের গন্ধ পাচ্ছি রোজ- রোজ
অথচ এর কোন পরিসমাপ্ত নেই;
মৃত্যু হলে কি হবে আকাশ বুঝে না?
এই সৃষ্টকর্ম চির শির, সবুজ শ্যামল
শস্য ক্ষেত একাকার শুধু অন্তরীপ।
১৫ পৌষ ১৪২৮, ৩০ ডিসেম্বর ২১
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



