
আবৃত্তির লিং- https://youtu.be/TRrK7i6jbSs
এক মাঠ সরিষা ফুল দেখে দেখে
মনের খুসি কেমনে উড়াই!
উচ্ছলায় সরিষা তেল-মন্দা রাখি ভার;
হলুদ পাখিরা সবে গান শুনায়!
চিৎকার করে বলে রাজা ফিঙে-
কাউন চাষের জমি গেলো কথাই
অথচ মন্দার চোখে তিলের খেলা;
ভালই খেলছে; জলের মেঘে যায় বেলা
এত তেল যাবে কথায়- মন্দার ভাবনা নাই
তবু হেসে বলে যমুনা - সবই দেখো
এই জলের পেটে- আকাশ বাবু কেঁদে
ভিজায় মাটির বুক- আর কত এখানে?
০৬ মাঘ ১৪২৮, ২০ জানুয়ারি ২২
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



