
আবৃত্তির লিং-
কি অদ্ভুত ভালবাসার চেয়ে আতঙ্ক
কি হতে পারে, আমার জানা নেই!
মাথা গলা থাকলে ঝগড়া ঝাঁটি করবেই;
তাই বলে সব ধামবে, তা হয় না আর।
এক বার গোলাপের দিকে চেয়ে দেখো
ভালবাসার রঙ কি লাল? ঝরে গেলো
কি রক্তাক্ত- কি আতঙ্ক- দেহ মনের ভাগ;
মাটির দিকে তাকাও আরেক বার- উচ্চ
ভিটায় ঘাসফড়িঙর কি নাচ-তাহলে বলো-
ভালবাসা কেনো আতঙ্ক হবে না- বিশ্বের
সব ফুলের মাঝে লুকে আছে ভালবাসার ছুঁয়া
যত রস, উদ্দাম প্রকাশ করার নামি আতঙ্ক।
১৮ ফাল্গুন ১৪২৮ ০৩ মার্চ ২২
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০২২ সকাল ১১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



