
কবিতা পাঠের লিং-
চাঁদের মুখে- সোনার চামচ
রোদ বৃষ্টি হাসে, তাই তো সোনালি
প্রান্ত জুড়ে দৌড়- কেমনে
আধার নামে, ও দুঃখ মাটির বুকে;
এক দা সূর্যের সাথে মাটির আড়ি
খর পুড়ে চৈত্রের সাথে বৈশাখী-
কোন কালে আসলো না ফাল্গুন
শুধু ভাসে খড় স্রোতের সুখে;
দেখো না একটি বার একটা আধার আছে
ধান শালিকের মাঠে- ফাল্গুনের পৌষ আছে
একলা চাঁদের শ্রাবণে- আমার থাকলো উড়া
উড়া ঘাস ফড়িঙ র চিলে- সোনার চামচ মুখে।
০৭ চৈত্র ১৪২৮, ২১মার্চ ২২
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০২২ দুপুর ১২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




