
আজ কাল যদি লবণ মিষ্টি হয়
কেন হবে না কাদামাটির ঝাল;
কাল ভাসে মধু যদি চিনি হয়-
কেনো ভাই- গুড় মধু নয়!
গোপনে মন্ত্র কে যদি যাদু কয়
কেনো মুখের ফুঁ- মন্ত্র নয়;
হাট বাজারে জলে যদি চা হয়-
লাল জলে কেনো পানি নয়
মাঠের ধান যদি চাল হয়-
সেই ধান কেনো খই ভাজা যায়
ধর যদি চোখ থাকে মাথায়
সেই চোখ কেনো ক্যামেরা নয়;
জগতের ভাল মন্দের অনুভব দেখো
তবেই স্বার্থক হবে ক্যামেরায়।
০৩বৈশাখ ১৪২৯, ১৬এপ্রিল ২২
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




