
দোসর বিছানার গায়ে-কি যাতনার রাত
চাঁদ মুখে জোছনা এতটুকু বুঝে না?
অথচ বাঁধ ভেঙ্গে জল থৈ- থৈ- ঝর্ণা;
এখন নাকি খেজুরের রসে ভ্যাইরাস-
তবু খেজুর খাচ্ছি খুব,ঘুম হারা বালিশের
চোখেই পরে না ঘুষ অথচ দোসর বিছানা
পারি দিচ্ছে রাত- জোছনা পোহা ভোর-
এক দিন এভাবেই প্রেমিক হবে মাটি!
অতঃপর খানিটা বিষন্ন প্রশান্তির অনুভব-
কিছুই যায় আসবে না,এ যে দোসর বিছানা।
০১০ বৈশাখ ১৪২৯, ২৩এপ্রিল ২২
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




