
ঘন অন্ধকার কবিতার দীর্ঘশ্বাস বেড়েই যাচ্ছে!
নগ্ন কালো নর্দমার ইতিহাসের গন্ধ ছড়ছে বেশ;
এক হাসি ঠোঁট, মাটির রক্ত মাংসে দ্রোহ যেনো
রক্তাক্ত নদ! কখন জানি কালবৈশাখী মেঘের
ঘর্ষণে অঝোর বৃষ্টি বাদল বইবে- দৃশ্যহীন চোখ
শুধু সোনালি ফসলের মাঠ, হাহাকার বালুচর-
থৈ থৈ করা জলের ঢেউ! সবই এক নগ্ন কালো
নর্দমার দীর্ঘশ্বাস, কবিতার কিছু করার নাই;
তবু আজ কাল প্রতিধ্বনি বর্ণমালার প্রেম জাগে
কখনও ঘাত প্রতিঘাত এভাবেই চলবে দীর্ঘশ্বাস।
১৪জৈষ্ঠ ১৪২৯, ২৮ মে ২২
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০২২ সকাল ১০:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



