
মধ্য মাঠে কবিতার অসুখ নেই;
কেবলি কবির অসুস্থতা প্রায়
দুর্চিন্তার মাঝেও কবিতা হেঁটে যায়
যেতে যে হবে মিষ্টি ভাবনায়
এযে কবির সুনিশ্চিত প্রত্যয় ফুল;
ওপারে ওশর কতটুকু বা গন্ধ ছড়াবে
কবিতা ভাল করে জানেন- অথচ
কবির অসুখের খবর রাখেন না মেঠো পথের
ধূলি বালি কবিতার সৌন্দর্য মুখ!
তবু দোয়ার মাঝে থাকেন কবিতার সুখ।
১১শ্রাবণ ১৪২৯, ২৬জুলাই’২২
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০২২ সকাল ১১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




