
সোনালি খেতের গায়ে শুধু স্পর্শ
জল ভেজা আইলের পর আইল
মাঠে যেনো এঁকে বেঁকে চলছে-
আহা কি লাল সবুজের সমাহার!
তবু মন বলে একটা কথা থাকে-
হাজার তারা কেও হার মানছে;
অথচ কি হাসি কোন জাগায় জানি!
ব্যথা নেই- জ্বলা জ্বলন্ত নেই-
তবু নাম রাখা হলো বিষফোঁড়া!
ভয়ঙ্কর সে খেলা, সাজসাজ্জা সর্বাঙ্গ।
০৪ কার্তিক ১৪২৯, ২০ অক্টোবর ’২২
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




