
হলুদের কাছে রসুন হাওলাদ গেছে
আদা পিছন ফিরে তাকায় রে মরিচ
নাকি খারা- জিরা তো আগুনে পুড়া
সাদা এলাস ফাল্গুনে কৃষ্ণচূড়া দুলা;
তবু ভাই রান্নার চুলা জ্বলে উঠে সারা
আজ কাল টাকা পয়সার নাকি ছন্দ
রস হারিয়ে গেছে ঐ বাদুরতলা হাঁটে
বুক পকেটে চেয়ে দেখি রসমালাই-
ঠোঁকের মাথায় হলুদ রঙে, রসুন আদা
বার মাসে গাধার পিঠে ঠাসা- ঠাসা;
৩০-০৭-২৫
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০২৫ সকাল ১১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




