somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পবিত্র কোরআনের আলোকে ভিন্ন মতাদর্শীদের প্রতি গালিগালাজ বা অভিশাপ

২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গালিগালাজ ও অভিশাপ বর্ষন এমন একটি বিষয় যা ইসলামী ইতিহাসের শুরু থেকে আলোচিত হয়ে আসছে । আর এবিষয়টি নিয়ে দ্বন্দ্ব , পারস্পারিক অপবাদ মারামারি কাটাকাটিসহ বহু রক্ত বির্ষজন দিতে হয়েছে । এমন কি অনেককে লানত না করার অভিযোগে তলব করা হয়েছে।
লানত ও গালিগালাজ বিষয়টি মুসলিম উম্মাহর বিভিন্ন দল ও উপদলের মধ্যে বিরোধ, মারামারি কাটাকাটি সংঘাত সৃষ্টিতে যুগে যুগে রসদ দিয়েছে । মুসলিম উম্মাহর অনেক ঐক্য প্রচেষ্টাও এজাতিয় চিন্তার কারণে ভুলন্ঠিত ও ব্যর্থ হয়েছে। ফলে বৃহত্তর মুসলিম উম্মাহ রক্তক্ষয়ী সংর্ঘষে লিপ্ত হয়ে নিজেদের শক্তিকে খর্ব করে নিজেরাই ক্ষতিগ্রস্থ হচ্ছেন।
ইতিহাসে অনেক স্বৈরাচারী শাসক এজাতিয় চরমপন্থার চিন্তাধারাকে কাজে লাগিয়ে বিভিন্ন অজুহাতে প্রতিপক্ষকে কঠরভাবে দমনের হাতিয়ার হিসেবে কাজে লাগিয়েছেন। সাম্রাজ্যবাদী অপশক্তিগুলোও এজাতিয় তুচ্ছ বিষয়কে পুজি করে বৃহত্তর মুসলিম উম্মাহর মধ্যে বিভেদ সৃষ্টি করে নিজেদের অশুভ লক্ষ্য সাধনে সক্ষম হয়েছে। শুধু অতীত নয় বর্তমানেও মুসলিম উম্মাহর শত্রুরা এই বিরোধপূর্ণ আচারণ গালীগালাজ ও লানত বিষয় কাজে লাগিয়ে মুসলিম উম্মাহর বিরোধমুলক বিষয়গুলোকে দগদগে করে তুলে পরস্পরকে সংর্ঘষের দিকে ঠেলে দিয়েছে।
তাই এবিষয়টি নিয়ে আরো চিন্তা করা উচিত । আমরা এখানে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বিষয়টিকে পর্যালোচনা করার চেষ্টা করবো। আশা করি এই সামান্য প্রচেষ্টা সকলের উপকারে আসবে এবং অশুভ উদ্দেশ্য প্রণীত কাজ থেকে আমাদের বিরত রাখতে সক্ষম হবে।

গালিগালাজ [(السبّ)] ও লা'ন [لعن]
প্রাথমিক ভাবে শব্দ দুটিকে সর্মাথক শব্দ মনে হলেও পবিত্র কুরআন ও হাদিস নিয়ে গবেষণা করলে বোঝা যাবে শব্দদুটি একই অর্থ প্রকাশ করে না।
প্রথম প্রশ্ন গালিগালাজ ও লানত কি সমার্থক শব্দ ?
পবিত্র কুরআন কি অভিশাপ ও গালিগালাজ করতে অনুমতি দিয়েছে ? মহানবী (স.) কি অভিশাপ ও গালিগালাজ করতে নিষেধ করেছেন ? ইসলাম কোনসব ব্যক্তিদের ক্ষেত্রে লানত করতে বলেছে আর কোনসব ব্যক্তিদের ক্ষেত্রে লানত করতে নিষেধ করেছে ?



গালিগালাজ ও লানত
আরবী শব্দবিধ জনাব ইবনে মানজুরসহ জনাব তারেহী ও ইবনে আসির বলেছেন :
গালিগালাজ বা (السبّ) হল মন্দ কথা বলা।
"السبّ: الشتم.

আরবী ভাষাবিদ জনাব রাগেব বলেন :

"السبّ: الشتم الوجیع.
গালিগালাজ বা (السبّ) হল ক্রোধসসৃষ্টি করে এমন মন্দ কথা বলা।
তাজুল উরুজ বলেন :
"السبّ: الشتم.
গালিগালাজ বা (السبّ) হল মন্দ কথা বলা
"سبّه و قیل کلام القبیح.
ইবনে মানজুর বলেন : গালিগালাজ বা (السبّ) হল অশোভনীয় মন্দ কথা বলা।
"قبیح الکلام و لیس فیه قذف.
অতএব গালিগালাজ বা (السبّ) হল : নোংড়া, অশোভনীয়, তিরোস্কার, অপমানসূচক বাক্য ।

লা’ন [لعن] বা অভিশাপ শব্দ
লানত শব্দের অর্থ হল রহমত থেকে বঞ্চিত এবং প্রভুর আক্রোশে পতিত হওয়া ।
মাকানিসুল লুগাহ্ নামক শব্দকোষে বলা হয়েছে: লা’ন শব্দের অর্থ হল কাউকে কোন কিছু থেকে বঞ্চিত করা । মহান প্রতিপালক শয়তানকে লা’ন করেছেন অর্থাৎ বেহেশত ও এশী কল্যাণ থেকে বঞ্চিত করেছেন। [معجم مقائیس اللغه، ج5 / 252. ]

আরবী ভাষাবিদ জনাব জওহারী বলেন : লা’ন হল কল্যাণ থেকে দূরে রাখা বা বঞ্চিত করা। আর লানআত হল লা’ন শব্দের নামবাচকশব্দ, লাআনাত বা লা’আন হল বহুবচন, অভিশপ্ত ব্যক্তিকে লা’ইন বা মালউন বলা হয়ে থাকে।
আরবী ভাষাবিদ জনাব রাগেব , মুফরাদত গৃন্থে বলেন :
লা’ন : রাগান্নিত হয়ে কাউকে বঞ্চিত বা বিতাড়িত করা, আল্লাহর পক্ষ থেকে হলে পরকালে শাস্তি রয়েছে আর দুনিয়াতে রহমত ও তৌফিক থেকে বঞ্চিত হবে। আর মানুষের মাধ্যমে লা’ন হলে অন্যের প্রতি অভিশাপের দোয়া করা। [مفردات، ص 742. ]
অতএব লানত শব্দটি মুলত আল্লাহর পক্ষ থেকেই আসে আর যখন কোন বান্দা কারো প্রতি লানত করেন তার অর্থ সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে ক্রোধে পতিত হোক।

পবিত্র কোরআনে লানত শব্দের ব্যবহার

পবিত্র কোরআনে মোট ৩৭ আয়াতে ৪১ বার লা’ন শব্দটির বিভিন্ন রূপ ব্যবহৃত হয়েছে। এসমস্ত আয়াতে বিভিন্ন শ্রেণী লানত বা অভিশাপ প্রাপ্ত হয়েছেন।
(১) কাফেরগন : ৫টি আয়াতে
(২) মুশরিকগণ :
(৩) মুনাফিকগণ : তিনটি আয়াতে [দুটি ক্ষেত্রে কাফের ও মুশরিকদের সাথে]
(৪) অত্যাচারীগণ : চারটি স্থানে
(৫) মিথ্যুকরা : দুটি স্থানে
(৬) শয়তান : দুটি স্থানে
(৭) খুনী :
(৮) কিতাব অস্বীকারকারীগণ :
(৯) যারা মহান আল্লাহ ও মহানবীকে কষ্ট দিয়েছে;
(১০) যাদের অন্তর রোগগ্রস্থ :
(১১) সতীদেরকে অপবাদদানকারী:
(১২) আল্লাহর প্রতিশ্রুতি ভঙ্গকারী :
(১৩) যারা আল্লাহর প্রতি খাবাপ ধারণা পোষন করে:
(১৪) রক্তের সম্পর্ক বিচ্ছিন্নকারী : দুই বার
(১৫) ভূ-পৃষ্ঠে ফেসাদ সৃষ্টিকারীগন:
(১৬) হযরত আদ (আ.)এর গোত্র :
(১৭) ফেরউন ও তার গোত্র :
(১৮) ইব্রাহীমের গোত্র :
(১৯) অন্যান্য গোত্রসমুহ : তিনবার
(২০) ইয়াহুদ জাতি আটটি কারণে অভিশাপ প্রাপ্ত হয়েছেন যথাক্রমে :
(ক) শরীয়তি প্রতারণা
(খ) সৎ কাজে আদেশ ও অসৎকাজে নিষেধ থেকে বিরত থাকার কারণে :
(গ) সত্যকে গোপন রাখা
(ঘ) এই চিন্তার কারণে যে আল্লাহ হাত বাধা রয়েছে:
(ঙ) প্রতিশ্রুতি ভঙ্গ :
(চ) এই চিন্তার কারণে যে আমাদের অন্তর বন্ধ হয়েগেছে:
(ছ) ঐশী গ্রন্থ বিকৃতি :
(জ) অপশক্তি ও জাবত-এর প্রতি বিশ্বাস
(২১) অভিশপ্ত বৃক্ষ

যারা লা’নত করেছেন
(১) আল্লাহ :
(২) লানতকারীগণ :
(৩) জাহান্নামবাসী একে অপরকে লানত করেছে:
(৪) নবীগণ [ হযরত দাউদ ও ইসা (আ.)]
(৫) ফেরেশতাগণ:
(৬) মানুষ সকল :

মহানবী (স.) থেকে বর্ণিত রেওয়ায়েত সমূহে লা'ন শব্দ
আহলে সুন্নতের হাদিস গ্রন্থসমুহের মধ্যে আমরা যদি কানজুল উম্মাল হাদিস গ্রন্থে একবার সার্চ করি তাহলে দেখতে পাব।
৫৯ বার লা'ন শব্দ আর ৬০ বার মালউন শব্দ ব্যবহৃত হয়েছে।
আর অধিকাংশ লা'নের বিষয়বস্তু হল ; যারা সুদ ও ঘুষ গ্রহণ করেন, মদ পান করেন
যেসকল স্ত্রী তাদের স্বামীদেরকে তাদের সাথে সঙ্গমে বাধা দেন। যারা অত্যাচারে বিরুদ্ধে মজলুমের পাশে অবস্থান নেন না ইত্যাদি ।

পবিত্র কুরআন ও হাদীসের আলোকে গালিগালাজ:
পবিত্র কোরআনে মাত্র একবার গালাগালির কথা এসেছে আর সেটাও মুসলমানদেরকে গালাগালি করতে নিষেধ করার নির্দেশ স্বরূপ এসেছে। অতএব পবিত্র কোরআনে বর্ণিত গালাগালি [السبّ] ও অভিশাপ [لعن] শব্দদয় বিশ্লেষণ করলে উভয় শব্দের মধ্যে যে বিশাল একটি ব্যবধান রয়েছে প্রতীয়মান হয়ে ওঠে । আর এজন্যে পবিত্র কোরআনে মহান প্রতিপালক বিভিন্ন অবস্থায় লানাত করলেও কোথাও কিন্তু গালাগালি করেননি বরং অন্যদের কে গালাগালি করতে নিষেধ করেছেন।
[وَلاَ تَسُبُّوا الَّذِینَ یدْعُونَ مِن دُونِ اللَّهِ فَیسُبّوا اللّهَ عَدْوًا بِغَیرِ عِلْمٍ کذَلِک زَی نَّا لِکلِّ أُمَّةٍ عَمَلَهُمْ ثُمَّ إِلَی رَبِّهِم مَرْجِعُهُمْ فَینَبِّئُهُم بِمَا کانُوا یعْمَلُونَ."] সুরা আনয়াম ১০৮ নম্বর আয়াত
ঠিক একই ভাবে মহানবী (স.) বিভিন্ন ক্ষেত্রে লানাত করলেও কিন্তু তিনি কখনো কাউকে গালাগালি বরেন নি বরং রেওয়ায়েত সমগ্রে গালাগালি দিতে তিনি নিষেধ করেছেন। লা'ন করা বৈধ থাকলেও একথার অর্থ এটা নয় যে যখন তখন যাকে তাকে লা'ন করা যাবে। ইসলামে অধিকাংশ লা'ন ব্যক্তির উপর হয়নি বরং ব্যক্তি নেতিবাচক বৈশিষ্টের উপর লা'ন করা হয়েছে ।
আর এজন্্যই মহানবী (স.) বলেন :
إنی لمْ أبْعَثْ لعَّاناً و إنّما بُعِثتُ رَحمة."
আমি মানুষকে লা'ন করার জন্য নবুয়াত লাভ করিনি বরং আমি রহমতের জন্যই নবুয়াত প্রাপ্ত হয়েছি । [کنز العمال، ج3 / 615، ح 8176.]
উপরোক্ত হাদীসের পরবর্তী অংশ হল
لا یکونُ المُؤْمِنُ لعّاناً
যারা মুমিন তারা অধিক অভিসম্পাতদানকারী নন। [کنز العمال، ج3 / 615، ح 8176.]

অতএব ইসলাম কোন ভাবেই কাউকে গালিগালাজ ও তিরোস্কার করার অনুমতি দেননি । আর লানত কথার অর্থ হল মহান প্রতিপালকের কাছে আবেদন করা যেন তিনি ঐব্যক্তিকে বরকত ও রহমত থেকে বঞ্চিত করেন।



সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পানি জলে ধর্ম দ্বন্দ

লিখেছেন প্রামানিক, ০৬ ই মে, ২০২৪ বিকাল ৪:৫২


শহীদুল ইসলাম প্রামানিক

জল পানিতে দ্বন্দ লেগে
ভাগ হলোরে বঙ্গ দেশ
এপার ওপার দুই পারেতে
বাঙালিদের জীবন শেষ।

পানি বললে জাত থাকে না
ঈমান থাকে না জলে
এইটা নিয়েই দুই বাংলাতে
রেষারেষি চলে।

জল বললে কয় নাউযুবিল্লাহ
পানি বললে... ...বাকিটুকু পড়ুন

সমস্যা মিয়ার সমস্যা

লিখেছেন রিয়াদ( শেষ রাতের আঁধার ), ০৬ ই মে, ২০২৪ বিকাল ৫:৩৭

সমস্যা মিয়ার সিঙ্গারা সমুচার দোকানে প্রতিদিন আমরা এসে জমায়েত হই, যখন বিকালের বিষণ্ন রোদ গড়িয়ে গড়িয়ে সন্ধ্যা নামে, সন্ধ্যা পেরিয়ে আকাশের রঙিন আলোর আভা মিলিয়ে যেতে শুরু করে। সন্ধ্যা সাড়ে... ...বাকিটুকু পড়ুন

এই মুহূর্তে তারেক জিয়ার দরকার নিজেকে আরও উন্মুক্ত করে দেওয়া।

লিখেছেন নূর আলম হিরণ, ০৬ ই মে, ২০২৪ সন্ধ্যা ৬:২৬


তারেক জিয়া ও বিএনপির নেতৃত্ব নিয়ে আমি ব্লগে অনেকবারই পোস্ট দিয়েছি এবং বিএনপি'র নেতৃত্ব সংকটের কথা খুব স্পষ্টভাবে দেখিয়েছি ও বলেছি। এটার জন্য বিএনপিকে সমর্থন করে কিংবা বিএনপি'র প্রতি... ...বাকিটুকু পড়ুন

হামাস বিজয় উৎসব শুরু করেছে, ইসরায়েল বলছে, "না"

লিখেছেন সোনাগাজী, ০৭ ই মে, ২০২৪ রাত ১২:০৮



গতকাল অবধি হামাস যুদ্ধবিরতী মেনে নেয়নি; আজ সকালে রাফাতে কয়েকটা বোমা পড়েছে ও মানুষ উত্তর পশ্চিম দিকে পালাচ্ছে। আজকে , জেরুসালেম সময় সন্ধ্যা ৮:০০টার দিকে হামাস ঘোষণা করেছে... ...বাকিটুকু পড়ুন

খুন হয়ে বসে আছি সেই কবে

লিখেছেন জিএম হারুন -অর -রশিদ, ০৭ ই মে, ২০২৪ রাত ২:৩১


আশেপাশের কেউই টের পাইনি
খুন হয়ে বসে আছি সেই কবে ।

প্রথমবার যখন খুন হলাম
সেই কি কষ্ট!
সেই কষ্ট একবারের জন্যও ভুলতে পারিনি এখনো।

ছয় বছর বয়সে মহল্লায় চড়ুইভাতি খেলতে গিয়ে প্রায় দ্বিগুন... ...বাকিটুকু পড়ুন

×