প্রিলিমিনারিতে টিকে গেলাম??!! কি আনন্দ আকাশে বাতাসে,সবাই খুশি, বউ লাফাইতাছে,আমি বললাম,এখনও তো অনেক পথ,ও বললো তুমি পারবে-আমি জানি,আমি বললাম -কি জানি,এভাবে দুজনের জানাজানিতে কাল রাতে উদযাপন করলাম ২৯তম প্রিলির রেজাল্টা।আমি ব্লগারদের প্রতি কৃতজ্ঞ, আমাকে ওনারা সিট প্লান দিয়ে সাহায্য করেছেন।
আমি অবশ্যই কৃতজ্ঞ অপ্সরার উপর (আমার বউ) রাতে জাগিয়ে রেখে পড়িয়েছে,নিজেও সে জন্য জেগেছিল।
আম্মা আর বউয়ের বুদ্ধিতে সাইফুরস এ লিখিত কোচিং এ ভর্তি হলাম।
আল্লাহ ভরসা।ছাত্র হতে খারাপ লাগবে না মনে হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




