
আয়তক্ষেত্রের বিপরীত দুই বাহুতে রেখে
প্রেম
মৃত্যু
মাঝখানটায় আঁকলাম বৃত্ত
আঁকলাম বৃত্তাবদ্ধ জ্যামিতিক ঘর
এরপর,
হাতে জীবন নিয়ে স্বপ্ন দেখতে দেখতে যখন আমরা সে ঘরে ঘুমিয়ে পড়লাম
সমুদ্রসম ক্লান্তিতে
মাঝখান থেকে দেয়াল হয়ে বেড়ে উঠলো একটা সরলরেখা
গোপনে- টেরই পেলাম নাহ !
বলছি, দেয়ালের প্রধান কাজ যেহেতু বিচ্ছেদ ঘটানো
পালাতে হলে আমাদের অপেক্ষা করতে হবে দীর্ঘকাল
যতক্ষণ পর্যন্ত না সরলরেখা ঘুমায়
তুমি জেগে থেকো- পার্বতী।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




