শেষ আশা
==============
ছয়পেয়োদের বলি দেবার
নতুন ধাতব খন্ডটিতে খোদাই করে লেখা , "LAST HOPE:H. sapiens", যেটি কোন এক সময় কোন এক মহাশুন্যযানের অংশ ছিল।
গিনিপিগ
=============
তুমি সৌভাগ্যবান,কারণ তুমি হচ্ছ প্রথম যার মৃত্যু পারমাণবিক বুলেটে । এখন শুধু দরকার ট্রিগারে একটা আলতো চাপ । তারপর......
স্বাগত
============
সবাই তাকিয়ে রয়েছে নবজাতকের দিকে,যার জন্ম সহস্র বছর পর,অমর মানবজাতিতে,বসবাসযোগ্য ক্ষুদ্র সেন্টুরাই কলোনিতে,পৃথিবী থেকে ২০ আলোকবর্ষ দূরে ।
কেমন লাগবে তা জানাবেন অবশ্যই...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


