স্বপ্ন আছে বলেই আমি বেচেঁআছি, আপনি বেচেঁ আছেন, এই দুনিয়াটা টিকে আছে। আজ আমি আমার কিছু ছোট ছোট স্বপ্নের কথা বলবো। আমি স্বপ্ন দেখি আমাকে নিয়ে, আমার পরিবারকে নিয়ে যারা বসবাস করে বাংলাদেশ নামক একটি দেশে সুতরাং আমি স্বপ্ন দেখি এই বাংলাদেশকে নিয়ে।
গতরাতে আমি দেখলাম একটি অন্যরকম স্বপ্ন। ঘুমিয়েছি ঠিক রাত বারোটায়। ঘুম গভীর হয়ে নেমে এলো দুচোখের পাতা ভারী করে আর আমি হারিয়ে যেতে থাকলাম আমার স্বপ্নের জগতে। আমি আবার নতুন করে জন্ম নিয়েছি এক নতুন বাংলাদেশে। যেখানে আমাকে ভাবতে হবেনা আমার ভরনপোষন নিয়ে, আমার জীবনের প্রতিষ্ঠা নিয়ে হতে হবেনা উদ্্বিগ্ন।আমাকে জনম দেয়ার অপরাধবোধ আসবেনা আমার পিতামাতার।ভাবতে হবেনা আমার শিা নিয়ে, অসুস্থ হলে ভাবতে হবেনা টাকার অভাবে আমি বিনা চিকিৎসায় মারা যাবো কিংবা আমার জন্মের পর অভাবী মাকে ভাবতে হবেনা আমাকে ডাস্টবীনে ফেলে দেয়ার কথা এমন হাজারো...................................। হঠাৎ পাশের বাড়ীর চিৎকারে। চোখ কচলাতে কচলাতে উঠে শুনলাম বাড়ীতে ডাকাত ঢুকে সবাইকে বেঁধে রেখে চোখের সামনে সব নিয়ে গেছে। হায়রে আমার স্বপ্ন!!!!!!!!!!!!! তবে আমি বিশ্বাস করি আমার স্বপ্নের দেশ একদিন এই রাহূ মুক্ত হবেই হবে।।।।।।।।।।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




