আজকে জাপানে ভ্যালেন্টাইন ডে।
কিন্তু মেয়েরা এই দিন কিছুই উপহার পায় না ।
আজকে শুধু মেয়েরা পুরুষদের উপহার দেয়।
এই দিনে শুধু প্রেমিক কে মেয়েরা বিশেষ উপ হার দিলেও ,
গিরি চকো নামে ব ন্ধু, ক লিগ দের চকোলেট দেয়।
তবে মার্চ মাসের ১৪ তারিখে আবার একটা বাড়তি ভ্যালেন্টাইন ডে
পালন করে জাপানিজরা। এই দিনটিকে হোয়াইট ডে বলে।
হোয়াইট ডে এর প্রথাটি জাপানে উদ্ভূত হয়েছিল এবং পূর্ব এশিয়ার কিছু অংশ যেমন গণপ্রজাতন্ত্রী চীন, তাইওয়ান এবং দক্ষিণ কোরিয়াতে দেখা যায়।
এই দিন জাপানিজ পুরুষেরা তাদের উপহার দেয়, যারা তাদেরকে উপহার দিয়েছিল। তবে বিশেষ মানুষকে ( প্রেমিকা)
বিশেষ উপহার দেয়।


সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




