তোমার চমকে যাওয়া চোখের কম্পনে ভূমিকম্প তৈরি হয় তাবৎ ধরণীর গায়ে
সেই তোমারই নিরুত্তর চোখ থেকে ধাক্কা খেয়ে ফিরে আসে তোমাকে করা সহজ এক প্রশ্ন;
কেন আমার জীবনটাকে এতটাই নিরঙ্কুশ করে দিলে ?
কেন আমি কেবল আমারই থেকে যাই?
কেন আমার আমিকে নিয়ে নিয়তই ভাঙা গড়া খেলে যাই ?
তবুও বেলা অবেলায় তোমার ঠোটের সীমানায় থমকে দাড়ায় অগণিত চুমরাশি ;
আমার কি দোষ বল সে চুমু গুনতে যদি এক আকাশ তারার সংখ্যা ছাড়িয়ে যায় ?
অপব্যখ্যায় ভুলগুলো শুধরে যায় ফিরে আসে তোমাকে করা সহজ এক প্রশ্ন;
আদৌ কি ভাল বাসি তোমাকে ?
যদি ভালইবাসি তোকে , ভালবাসা কি আসবে ফিরে সম্ভাবনাহীন সময়ের দরজা খুলে ?
নষ্ট লিফট এর সামনে দাড়িয়ে সিঁড়ির দরজায় আমি কি এখনো তোমার জন্য অপেক্ষমাণ ?
শুভ পরিণতি শুভাগমনের আগেই সময়ের ধুসর গোধূলিতে বার বার অদৃশ্য মান ;
তবুও কেন আমাকে না পুড়িয়ে কেবলই ছুঁয়ে দিয়ে ঝলসে দিতে আসো বারে বার ?
৩১/০১/১৬
সর্বশেষ এডিট : ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



