ভালবাসা খুঁজতে ভাবনার গভীর সাগরে গিয়ে দুঃখ ভরাক্লান্ত মন নিয়ে ফিরে এসে ভাবলাম,
ভুলে ভালবাসার ভণ্ডামিকে ভালবাসা ভেবেছিলাম।
ভাবের দৌড়ানিতে ভালবাসা ভাগতে ভাগতে
ভুমিপাত হয়ে আমাকে ভৎর্সনা করতে থাকে ।
ভুল করে দুঃখ পেলাম, ভাবলাম হুদাই ভালবাসতে যাই ।
ভীষণ ভালোলাগা ছাপিয়ে যদি তার সুখ জীবন ভর নাই থাকে
ভাল মনে করে সে ভাবনা ভুলে যাওয়াই ভীষণ জরুরী ।
ভালবাসায় তবুও যদি থেকে যায় ভালো একটা বাসার সুতীব্র আকাঙ্ক্ষা ,
ভাল ভেবে তাই দু হাতে তুলে নিও
ভেবে নিও চেনা পাহাড় থেকে ঝরতে থাকা ঝর্ণা যদি
ভাবের নদীর স্রোত উল্টো দিকে ঘুরিয়ে দিতে না পরে তবে ক্যান বাপু এ ভুল বাসাবাসি ?
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৭ রাত ১০:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



