কষ্ট পেয়েছিলাম,
কষ্টে কি মন নীল হয়?
সময়ের স্রোতে কি সে নীল ধুয়ে ফিকে হয়ে যায়?
সে মনে যে নতুনের আশা ছুয়ে যায়,
সে আশার রঙ কি গোলাপের মত শুভ্র হয়?
আশা মরে গেলে কি ধুসর হয়?
বিশ্বাস জন্মেছিল ভরসার হাত ছুয়ে,
সে ভরসা ভেঙ্গে যাবার সময় কি কোন শব্দ হয়েছিল?
সে শব্দে কি আমার ভুল ভেঙ্গেছিল?
আমি ফির ভালবেসেছিলাম,
ভালবাসার নেশায় কি মন হুশ হারিয়ে ফেলে?
না কেবল আমি নির্বোধ ছিলাম
উত্তর খুজতে চেয়েছিলাম,
প্রশ্নগুলো কেবল আমারই কি?
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০২০ রাত ২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



