আমাদের বড় দোষ কি জানো?
আমরা তোমাদের কেন্দ্র করে জীবন যাপন করতে চাই তাই তোমরা বৃত্তের মাঝে হাসফাস করো, বিরক্ত হও। এটা আমাদের দোষ বৈকি-
তোমাদের সুখ বহির্জগত
তাই বলে আমাদের সুখ কিন্তু অন্তপুরের বদ্ধ ঘর না-
আমরা যদি বহির্জগতে সমভাবে বিচরন করা শুরু করি তোমদের বেঁচে থাকা যে কতটা দুষ্কর হবে ভাবতে পার?
পারছো বা পারছনা দুপক্ষকেই বলছি
বাসায় মা বোন মেয়ে বউ যারা আছে তাদের ছুটি দিয়ে, দিন যাপন করে দেখাও, জীবনের বড় বড় সব দর্শন কর্পুরের মত উবে যাবে।
কোন দেশের কোন মন্ত্রি, কোন সিনেমার কোন নায়িকা, নিজেরে দেশের সরকার ব্যবস্থা এসবের কোনটাই আর মেজাজ খারাপ করবে না।
হা এটা আমাদের খানিকটা প্রকৃতিগত দুর্বলতা বা অযোগ্যতা।
আমরা ভাল না বেসে যত্ন ন্ করে পারি না
মন চাইলেও অন্য সুখে গা ভাসানোর সাহস করি না।
এই দেখ এখন ভাবছি এটা ফেসবুকে পোস্ট করব - কিন্তু না এখানে এনে ফেলাম কারন কি জানো?
তুমি যে কাল ভোরে বন্ধুদের সাথে ট্রিপে যাচ্ছ তোমার মেজজ না আবার খারাপ হয়।
সিলি ঋতু
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



