ঘরের খেয়ে বনের মহিষ তাড়ানোর অভ্যাস আমার ছিলো একসময়। খুব বেশিই ছিলো। এখন কমে গেছে। বয়স বেড়ে যাচ্ছে তাই হয়তো।
কোথাও চেনা কারো কোনো সমস্যা দেখলে তার সাথে আলোচনা করে সেটা থেকে তাকে বের করার আপ্রাণ চেষ্টা করতাম। একাধিক প্রেম, নেশা কিংবা অন্য যাই কিছু খারাপ লাগতো সেটা থেকে চেনা কাউকে সড়ানোর চেষ্টা করতাম। বয়স বাড়ার সাথে সাথে যেটা বুঝলাম যে যার চরিত্র যেমন সে আসলে তেমনই থাকতে পছন্দ করে।
কারো চরিত্র ঘরে বৌ/জামাই রেখে হাজার মেয়েদের/ছেলেদের সাথে কাব্য কাব্য খেলা, তাকে যতোই বুঝাবেন যে ভাই কাব্য কাব্য খেলা বন্ধ করেন, ঘরে বৌ আছে। সেটা সে বুঝবেন না। তার নোংরামি আপনার মধ্যে না থাকলে সে আপনাকেও ত্যাগ করবে।
তাই যারা এখনো আমার মতো ঘরের খেয়ে বনের মহিষ তাড়াচ্ছেন তারা নিজেদের নিয়ে ভাবুন, ঐসব মানুষদের কথা ভেবে আসলেও লাভ নেই। চরিত্রহীন মানুষের চরিত্র ভালো হয় এমন মানুষ সংখ্যায় নগণ্য।

সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ৯:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




