সোহাগী জাহান তনু হত্যার বিচার চেয়েঃ
১) প্রথম আলো পত্রিকা সহ অন্যান্য সব জাতীয় পত্রিকার প্রথম পাতায় বড় হেডলাইন দেখতে চাই,
২) ডেইলি স্টার সহ সকল ইংরেজী পত্রিকায় ফুল কভারেজ চাই,
৩) আনিসুল হক, জাফর ইকবাল, নির্মলেন্দুগুণের মতো বিদগ্ধজনের কাছ থেকে একটা প্রতিবাদমূলক বিবৃতি চাই,
৪) সেনাবাহিনী'র প্রধানের কাছ থেকে উনাদের এলাকায় কেন, কীভাবে, কারা এ ঘটনা ঘটালো তার একটা ব্যাখ্যা শুনতে চাই,
৫) পুলিশবাহিনী প্রধান, র্যাব প্রধানের কাছ থেকে অতি সত্তর যারা ঘটনার সাথে জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে-এরকম নিশ্চয়তা দেখতে চাই,
৬)খুনী, ধর্ষক যত বড় ক্ষমতাশালী হোক নে কেন-সরকার এ ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ করবেনা-এই মর্মে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে পূর্ণ সহযোগিতা এবং অঙ্গীকার দেখতে চাই।
৭) ডঃ কামাল হোসেন, ব্যরিস্টার আমিনুল ইসলামরা শুধুমাত্র ধর্ম নিয়ে খোঁচাখুচি না করে এই অসহায় মেয়ে খুনের বিচার চেয়ে আপনাদের সাহসী ভূমিকায় দেখতে চাই,
৮) এই নারকীয় হত্যাকান্ডের প্রতিবাদে দ্রুত বিচার নিশ্চয়তায় শাহবাগচত্বরে গণজমায়েত দেখতে চাই,
৯) আজকে আরেকজনের মেয়ে অথবা বোন ধর্ষিতা হয়ে মারা গেছে। কালকে আমার বোন অথবা মেয়ের এই পরিণতি হবে। সেজন্য চুপ করে বসে থাকবেন না। যে যেভাবে পারুন। প্রতিবাদ করুন।
আর যদি না পারেন তবে,
জানোয়ারের বাস আজ মানুষ নামক দেহের ভিতরে
দেশ,রাষ্ট্র,সমাজ আজ চলে গেছে নষ্টদের অধিকারে।
কপিড

সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






