জীবনের এই শেষ পাড়ে এসে
সস্তিরা পার হয় সীমানা নদী,
মুছে ফেলে সব ঘ্রান চিলের ডানা থেকে
বাতাসে ওড়া ছাইয়ের আশ্রয়ে আশ্রয়ে
ক্ষয়ে যায় দিন কাল নিরবধি ।
তবুও এই দিগন্ত শেষের বেলা
উপচানো স্মৃতি হাঁটে পথে পথে
শোধ দিয়ে সব দুঃখ ক্লান্তির ঋন
পার হয় নদী সময় বিজয় রথে ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




