দাড়াও দ্যর্থক রমনী
তোমার এই স্রোতস্বীনী জীবনের পাড়ে
সংশয়ের মেঘেরা আজো রেশম বুনেনি
হাসেনি এখনও শ্রান্ত শ্রাবন
প্রান্তরের ঘাসে এখনও কোন স্বপ্ন জাগেনি
মাটিতেও পড়েনি - কোথাও কোন রোদ-ভাঙ্গা জল
শুধুমাত্র ভালোবাসার অপেক্ষায় ।
রোদে রাঙ্গা বোধের স্নিগ্ধতা নিয়ে
আদরের আঁচে মোম গলে গিয়ে
আসেনি এখনও সেই বিশুদ্ধ শ্রাবন
শুধুমাত্র ভালোলগার অপেক্ষায় ।
তবে কেন এই অপলক ভীরু পদচারনা?
কেন এই উন্মত্ত তীব্র তাড়না?
তুমি কি ছিলে না সেই রমনী?
ভালোবাসার আঁচে পোড়া নিখুঁত ঘরনী?
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১১ সকাল ১০:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




