আমি কতটুকু গভীরের মানুষ
কতটুকুই বা গভীরে আমার বাস
অথচ - একটা একটা করে সিড়ি ভাজ্গি প্রতিদিন
জলের দামে বিকিয়ে দিই আমার
সকল দীর্ঘশ্বাস,
এক নির্জন মিছিল বুকে করে আমি
ঘুমহীন স্বপ্ন দেখি - দেখি
তোমার ঘামে ভেজা মুখের ছোঁয়ায়
আমার বিশ্ব-বসবাস,
আমি তবু দাড়াই প্রান্তের বুকে এসে,
সময় থেকে অসময়ে যাই
তোমার ঘামে ভেজা মুখের ছোঁয়া
আপ্রান ভালোবেসে ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




