সুপর্না - অনেক পেয়েছো তুমি
এই ক্লেদাক্ত পৃথিবীর কাছ থেকে
অনেক করেছো অর্জন
এক বুক কষ্ট - যন্ত্রনা - হতাশা - বিষাদ
আর এক বিশাল জলের মহাসাগর
যা - প্রতিনিয়ত কান্নার জলে মথিত ।
আমি জানি সুপর্না
তোমার ভাঁড়ার পরিপূর্ন সব ব্যাথার দানে
তুমি - কখনও দেখার মত করে গোধূলী দেখনি
শুকতারাটাও চাওনি কখনও আপন করে
একবারও চাওনি - দোয়েলের শীষে ভেসে
দূর্বাঘাস আর শিশিরের সাথে সখ্য গড়তে
বাদুড়ের ডানায় চড়ে ধূসর আকাশ ছুতে,
আমি সব জানি সুপর্না - স...ব
আমি এও জানি - তোমার এই চোখের জলই হলো
পরিপূর্ন পউড়ি এক পৃথিবীর বুকে
সুখ - সব নাগরিক শোকে ও দুঃখে ।
তবুও সব ছাড়িয়ে আমি নিশ্চিত জানি
তুমি মহিমান্বিত এক বুক কষ্টের বাঁশিতে
তুমি পরিপূর্ন এক মুখ উচ্ছল হাসিতে ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




