তুমি কি আর
আগুন হবে? আগের মত?
প্রবল তেজে - পুড়িয়ে দেবে
জ্বালিয়ে দেবে স্মৃতির ক্ষত।
আমার হাতের আঙুল ছুঁয়ে
বলবে কি আর - "স্বপ্ন দেখো"?
স্বপ্ন দেখো ব্যস্ত রাতের,
আগুন দিনের - ফর্সা প্রাতের।
ঠোঁটের ছোঁয়ায় আগুন জ্বেলে
হাসবে কি আর আগের মত?
তোমার মত - ভর দুপুরে
গভীর রাতে, সুর নুপুরে।
তুমি কি আর আগুন হবে?
রক্তে ওঠা পাগলা নাচন - বন্য ছোঁয়ায়
হলুদ চাদর - সর্ষে জমিন
সবুজ স্রোতের - ধূসর ধোঁয়ায়।
তুমি কি আর
আগুন হবে? আগের মত?
না হয় একটা চুমুই দেব - আস্ত একটা
তোমার মত।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




