ছুটির দিন হওয়াতে আজ একটু দেরী করেই ঘুম থেকে উঠলাম। বাসায় ও কেউ নেই। যত তাড়াতাড়ি উঠব তত তাড়াতাড়ি ই কিচেনে ঢুকতে হবে। তাই ঘুম ভাঙ্গার পর ও শুয়েছিলাম নয়টা পর্যন্ত। ওঠে ফ্রেস হয়ে মোবাইলটা হাতে নেওয়ার পর জানতে পারলাম আজ জম্মদিন আমার। আমি আর একটি বছর মৃত্যুর কাছাকাছি চলে আসছি।আমার গতবরের জন্মদিনটা অনেক স্মরনীয় ছিল। আর এইবারের জন্মদিন টা আমি ভুলেই গেছি।
যাই হোক সকাল বেলা নিজের নাস্তা নিজেই তৈরি করলাম। দুপুরে কি করা যায় কোথায় খাওয়া যায় ভাবতে ভাবতে আননোন নাম্বার থেকে একটা ফোন আসল । কন্ঠস্বর টা চেনা আবার অনেক অচেনা মনে হল। তাকে আর চেনা হলো না। সেই অপরিচিত মেয়েটি আমার জন্মদিনটা সেলিব্রেট করতে চাইল। না চেনার কারনে তাকে অকারনেই ঝাড়ি দিলাম সেও তার পরিচয়টা কেন গোপন রাখতে চাইল বুঝতে পারলাম না ।
অবেশেষে দুপুরে বাহির থেকে খেয়ে আসলাম। বিকালে বন্ধুদের সাথে একটা প্রোগ্রাম ছিল আর্মি স্টেডিয়ামে গান শুনার। কিন্তু যাওয়া হলনা তাস খেলেই কাটিয়ে দিলাম বন্ধুরা মিলে।
আর রাতে এক ফ্রেন্ডের বাসায় দাওয়াতে যাওয়ার কথা কিন্তু তাও যাওয়া হবে না। এখন আমাকে চাঁদপুরের দিকে যেদে হবে। যখন লিখাটা মাঝামাঝি পর্যায়ে তখনই খবর পেলাম আমর নানুর ভাই (আমার নানা ভাই যার সাথে আমার অনেক একটা ভাল সম্পর্ক ছিল) তিনি আর নাই।
তাই আপনাদের জন্মদিনের কেক খাওয়াতে পারলাম না। সরি।
আমার নানা ভাইয়ের জন্য দোয়া করবেন।