তার সাথে আমার দন্দ অনেক দিনের। সে আমাকে চায় না আবার আমি যদি তাকে চাই সে কখনো নিষেধ ও করনে না এবং করবে ও না। সেই স্কুল জীবন থেকে তাকে আমি চিনি । অনেক বার স্পর্শ করেছি তাকে। কখনো তাকে গভীর ভাবে চাওয়া হয়নি । কিন্তু আমি যদি তাকে একবার বলি সে একবারের জন্য ও আমাকে নিষেধ করবে না।
আমি জানি তাকে যদি আমি কাছে টেনে নেই আব্বু আম্মু দুজনেই কষ্ট পাবে। আবার তাসনিম ও তাকে আমার সাথে সহ্য করতে পারে না। একবার যদি তাকে আমার সাথে দেখে তাহলে মহা প্রলয় ঘটে যাবে।
জীবনে কখনো তাকে আমার কাছে ঘেষতে দিব না...এই পন অনেক আগেই করে রেখেছি , নিজের কাছে , করে রেখেছি তাসনিম এর কাছেও ।
আজ তাসনিম আমার কাছ থেকে অনেক দুরে। আমি নিজেও তাকে পছন্দ করি না, তারপর এখন মাঝে মাঝে মন তাকে কাছে পেতে চায়।
দিনের বেশীর ভাগ সময় (কাজের বাইরে) আমি যাদের সাথে থাকি তারা সবাই এইসব নিয়েই থাকে।আর কতদিন এইভাবে নিজেকে আড়াল করে রাখব বুঝতেছিনা....
আজ তো মনে হচ্ছিল , আজই হয়ত তাকে কাছে টেনে নিব....কিন্তু আজ হয়তবা নেয়া হয়নি..আমি আনি আমার মাঝে যে পিচাশটা লুকিয়ে আছে সে অবশ্যই তাকে কাছে টেনে নিবে আর চেযে চেয়ে দেখব। সেই উপভোগ করবে তাকে কিছু সময়য়ের জন্য পরক্ষনেই আবার অনুতপ্ত হবে...যদি আসক্ত হয়ে যায় তাহলে আর ফেরানো যাবে না.
এইভাবে আর কত দিন। কি করব বুঝতে পারছি না.আজ না হয় আমি হারিনি কিন্তু মন বলছে আমি হয়তবা হেরে যাব।
ভাইজানরা আমি সিগারেট এর কথা বলছি। গত একসপ্তাহ ধরে আমার কেন জানি খুব সিগারেট খেতে ইচ্ছে করছে...জানি না কেন?
কি করব বুঝতে পারছি না...আপনারা কি বলেন ধরেই ফেলব ?????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




