কবিতাগুলো আসে,
আবার চলে যায়।
আমাকে রাত্রি জাগায়,
কখনোবা আবার কাঁদায়।
কবিতাগুলো আসে মধ্যরাত্রিতে
কখনোবা মধ্য দুপুরের আকাশে
বিকেলের অনিয়ন্ত্রিত বাতাসে
অথবা চাঁদের নরম আলোতে।
কবিতাগুলো আসে
সময় না বুঝে, অসময়ে
দীর্ঘ রাত্রি জাগরণের পর, অথবা
যখন তোমার চিন্তায় বিভোর।
কবিতাগুলো আসে
যখন আমি তোমার সানি্নধ্যে
যখন তোমার চোখে তাকাই অথবা
কোমল সেই মুখশ্রীতে হারিয়ে যাই।
কবিতাগুলো আসে
যখন মনে বড় দুঃখ পাই
যখন অবুঝ শিশুর মতন কান্না পায়
অথবা তোমাকে ভুলে থাকতে চাই।
কবিতাগুলো আমি লিখতে চাইনি
কখনো লিখব তাও ভাবিনি
তবু তারা আসে, একে একে আমার কাছে
ধরা দিতে চায়, পরাজিত বিপ্লবীর মতো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


