(1) রাত্রি
রাত্রির নীরবতা বড়ই বৈচিত্রময়
কখনও ভেসে আসে দূর থেকে
অপূর্ব সংগীতের আহ্বান।
কথা নেই, শুধুই সুরের মূর্ছনা।
(2) অরণ্যে আগুন
আযানের ধ্বনি ছাপিয়ে শোনা যায়
পুলিশ ভ্যানের সাইরেন।
যেন শান্তির বাতর্া মিলিয়ে গিয়ে
সহিংসতার আহ্বান।
(3) বুড়ি
মরে গেলে থমকে যাবে
তুমিই বুড়ি,
বাকি সব যেমন ছিল তেমন রবে
সূতো ছেঁড়া ঘুড়ি।
(4) সহসা
সহসা এই বাতাস, আবার স্তব্ধতা,
সহসা এই অবসর, আবার ব্যস্ততা।
সহসা তোমায় দেখা, আবার প্রেমে পড়া,
সহসা এই ভালোবাসা, আবার ভেঙ্গে পড়া।
(5) রং
আমার মনে রং লেগেছে
নতুন ভালোবাসার
তাইতো এখন চেষ্টা করি
তোমার কাছে আসার।
(6) চাপা কষ্ট
চোখের তারায় হাসির ঝিলিক
মুখে তো ফোটে না,
মনের গভীরে অনেক বেদনা
অশ্রু তো ঝরে না।
(7) নির্বাক প্রস্থান
অনেকগুলো কষ্ট ছিল
আর অনেকগুলো যন্ত্রণা,
চলে যাবার সময় তুমি
কিছুই তো তার নিলে না।
(8) হয়তো
হয়তো ভালই আছি কিন্তু
কখনও কি প্রশ্ন করেছ কেমন আছি?
হয়তো কেটে যাচ্ছে কোন রকম তবুও
কি কখনও জানতে চেয়েছ কি খবর?
হয়তো কবিতা লিখে যাচ্ছি অবিরাম, কখনও
কি জিজ্ঞেস করেছ কার উদ্দেশ্যে এই লেখা?
হয়তো ভালোবেসে যাচ্ছি একতরফা ভাবে
তবু কখনও কি বলেছ 'ভালোবাসি'?
(9) অসহায়
কারেন্ট চলে গেলে, কি করবো আর ঘরে শুয়ে
ছাদে চলে যাই, কবিতার খাতা হাতে নিয়ে।
কবিতা লিখতে পারি না একটাও
তোমার কথা ভেবে চোখে আসে জল।
অসহায় আমি-কে দেখে বাতাস করে হাস্য,
আলো জ্বালে ঘাসফড়িং এর দল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


