রাজনীতি হলো ক্ষমতা দখলের
এক বলিষ্ঠ উপায়।
রাজনীতি হলো সমষ্টির আশা আকাঙ্খার
পাছায় লাথি মেরে
ব্যক্তির আখের গুছানোর এক
অভাবনীয় সুযোগ।
রাজনীতি মানেই কুৎসিত এবং অশলীল
ভাষার সহাবস্থান।
তবে এই পঙ্কিলতার মাঝে ধর্মকে
টেনে আনা কেন?
ধর্ম আমার বড় পবিত্র, নিজস্ব অনুভূতি
হৃদয়ের স্পর্শ কাতর স্থানে তার অবস্থান।
জোর করে কেউ দেয়নি ধর্মের পাঠ,
ধমর্ানুভূতি এসেছে গভীর ভালোবাসা থেকে।
তাই চটকদার, মিথ্যেবাদী ওদের,
ধর্ম নিয়ে রাজনীতি করতে দেখলেও
আমি ক্রুদ্ধ কিংবা হিংস্র হতে পারি না।
কারণ ধর্ম আমাকে শিখিয়েছে
ভালোবাসা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


