মেয়ে, তুমি যে কি চাও
তাকি তুমি নিজেই জান?
ক্ষণে ক্ষণে বদলাও ভাব
যখন তখন অদ্ভুত হাসো।
মেয়ে তুমি যে কি ভাবো
তাকি তুমি নিজেই জান?
তোমার চিন্তার জালে জড়িয়ে
আমার অবস্থা হেনতেন।
মেয়ে তোমার মনে কোন ভাবনা বহমান?
কখনও কি দেখেছ ভেবে,
তোমার ভাবনার স্রোতের তোড়ে
যাচ্ছি আমি কোথায় ভেসে?
তোমার বোধগুলো যেন বিচিত্র বর্ণমালা
অনেক চেষ্টা করেও যায় না পড়া,
মনের ধাঁধাগুলো একটু সহজ হলে
আমি হতাম আনন্দে আত্মহারা।
মেয়ে তোমার আচরণের আকস্মিকতা
আমি ধরতে পারিনা প্রায়,
তোমার আচরণের পূর্বাভাস দেওয়া
কারো পক্ষেই সম্ভব নয়।
তোমার মনের ভাব বুঝব বলে
আমি খেটে মরি সকাল-সন্ধ্যা,
তোমার খায়েশ মেটাতে ছুটে যাই
গুলশান-বনানী-বাড্ডা।
যখনই ভেবেছি বুঝেছি তোমাকে
চিনেছি, পেয়েছি শতভাগ
তখনই তুমি যেন অন্য কেউ
ভন্ডুল করে সব হিসাব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


