সবাই মুখে মুখে একই কথা বলে আমার প্রেমিকার সাথে ১২ বছরের প্রেম।
কিন্তু তুচ্ছ একটা ঘটনায় তার প্রেম কাহীনি শেষ হয়ে গেছে।
অথবা কারো ঘরে বউ থাকা সত্তেও অন্য মেয়ের সাথে প্রেম করছে।
এসব তো সে তুলনায় কিছুই না কিছু মানুষ ভালোবাসাকে সস্তা বানায় ছেড়ে দিছে।
পরকীয়ার জন্য জামাইকে মেরে ফেলে বউকে পিটায়।পশুত্ব জাইগা উঠে।উফ!!!!
অসহ্যকর!!!!!!!!!!!
এখন মানুষ এতটাই professional or mature যেটাই বলেন না কেন ভালোবাসার আগে দেখে নেয়!!!
ভালোবাসার মানুষের বাড়ি আছে কিনা?গাড়ি আছে কিনা?
বেতন কত পায়?কোন style এর জামা পরে?কোন ঘড়িটা হাতে আছে?
স্মার্ট কিনা?
আসলেই কি দিন দিন মানুষ এত হৃদয়হীন হয়ে যাবে?
নাকি ব্রিটিশরা যেমন আমাদের উপর ১টা সময় রাজত্ন করে গেছে এটা ভুলে গিয়ে তারা যেমন করে চলে তাদের সেই সংষ্কৃতি আমরা আপন করে নিব?
অনেক সময় শুনি ছেলেরা বলে ২০/২২টা gf নাহলে চলেই না।
মেয়েরাও কম যায় না।বলে কারো নাকে দড়ি দিয়া না ঘুরাইলে জীবনটাই তেজপাতা।
এসব শুনলে মনে হয় আমি কত অসহায়!!!!!কত বেকুব!!!!
যাই হোক,এ কথা গুলো হঠাৎই মনে হল। জানতে ইচ্ছে করল
সবাই কি দিন দিন western হয়ে যাচ্ছে নাকি সাথে সাথে হৃদয়হীনও হয়ে যাচ্ছে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


