এলোমেলো কিছু মূহুর্ত চাই,
জীবন সাজিয়ে তুলতে,
বাঁধভাঙা কিছু আবর্ত চাই
চেনাসুর গুলো ভুলতে।
বুক জ্বলেছিল তরল আগুনে,
নিস্ফল কাল কেটেছে ফাগুনে,
রোজনামাচা শিখিয়েছে শুধু
স্বপ্ন দেখাটা ভুলতে,
এলোমেলো কিছু মূহুর্ত চাই,
জীবন সাজিয়ে তুলতে
মৃত্যৃর ভয়ে বেঁচে থাকা টা কে
আকুল আঁকড়ে ধরে,
বোঝেনি এ মন, না জানি কখন
মরণ এসেছে ঘরে;
পেতে গিয়ে কিছু অমৃতসুধা
বাড়িয়েছি শুধু অকারণ ক্ষুধা,
পসারিনী বেশে আবেগ সাজিয়ে
প্রেম কেনা বেচা করে,
বোঝেনি এ মন, না জানি কখন
মরণ এসেছে ঘরে........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


