পৃথিবীর পথে কাঁটা।
কাঁটায় কেটেছো পড়ে
জীবনের মরীচিকা-বন্ধু
তুমিও বোশেখী ঝড়ে।
▫️
তবু হাসিমুখ নিয়ে ফুল দেখি
বাসি বেদনায় ঝরা
জানতে দিলোনা তোমায় কখনো
আমারো কোথাও খরা।
▫️
মাটি সরে যায়, ধীরে আর ধীরে,
কথারা ফুরায়।
নটকান মেঘ চিরে বোনা নকশি ব্যথারা
আকাশ পোড়ায়; পোড়ায়।
▫️
তারপর কারো ঘর পুড়ে ছাই
কেউ পোড়ে রোদে,
কেউ কেউ পুড়ে যায় কেবল
অনল প্রতিশোধে।
▫️
তবু মনে হয় কাল তো অনেক কিছুই হবে,
মনে হয় কাল তো ছুটি।
তবু সরে যায় মাটি ।
এক মুঠো শূন্যতায় চেপে ভর দিয়ে উঠি।
▫️
চেয়ে দেখি মেঘ, চাঁদ ঢেকে যায়,
রাত্রি হাওয়ারা গিয়েছে বরষা আনতে।
প্রিয় অপরাজিতা তুমি অবসরের দিনান্তে,
ভাবো জিতে গেছো খুব ?? - ভাবো, অজান্তে?
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৪০