ফেরাবো বলে,
আমার বিধর্মী ঈশ্বরকে পূজো দিয়েছিলাম।
আর মসজিদের মুয়াজ্জিনকে বলেছিলাম-
বলেছিলাম, 'তুমি আযান দিয়ে যাও ক্রমাগত',
দ্বীনের নবীর কসম তুমি আযান দিয়ে যাও ক্রমাগত।
শুধু ফেরাবোই বলে!
কুয়াশা ফিরেছে, ফেরে নাই শুধু একজন।
ইশ! কি ভীষণ মায়াবী চোখগুলো,
যদিও ও চোখে সাথে বিষন্নতার নিয়ত চুক্তি ছিলো।
বিষাদ ছিলো ব্যথার,
বিষাদ ছিলো নীলাভ রাত্রির একাকিত্বের মতো,
জোড় পুকুরের দুপুর ঘাটের একলা বিষাদ যতো
হঠাৎ করেই মনে পড়া বুকের আপন ক্ষত।
বিষাদ বলে আমি তাকে চাই।
আমি বলি আমি তাকে চাই।
বিষাদ বলে আমি কার হবো?
কষ্ট বলে আমি কার হবো?
দুঃখ বলে আমি কার হবো?
আমি বলি-
বিষাদ প্রিয় বন্ধু আমার,
কষ্ট তুমি আরো নীল হয়ে এসো,
দুঃখ তুমি আরো ঘন হয়ে এসো।
লক্ষ ব্যথা যক্ষ হয়ে বুকের ভেতর চেপেই বসো।
ফুলে এসো, ফেঁপে এসো,
জলোচ্ছ্বাস নিয়ে এসো, বান ডেকে এসো।
বিষাদ প্রিয় বন্ধু আমার,
ছেড়ে এসো মেয়েটির মায়াবী চোখ।
বিমর্ষ কবিতার মতো আমি তাকে পড়ি,
একবার, দুবার, বারবার,
আবিষ্কার করি নূপুরের শিঞ্জনের চেয়ে মধুর,
কাচ ভাঙা হাসি।
আবিষ্কার করি প্রিয় একটা সুগন্ধি,
জোর যবরদস্তি করি , প্রেম করি,
ভালোবাসি, ভালোবাসি,
অভিমান করি, মান ভাংগি,
ভালোবাসি, ভালোবাসি।
তারপর?
সেই যে বলেছিলাম ওদের জায়গা দেবো?
সেই ঘন হয়ে আসতে বলা দুঃখেরা আজ ঘন হয়ে আসে,
কষ্টেরা নীল, আরো নীল হয়ে আসে,
বিষাদ আরো বিষাক্ত শর হয়ে আসে।
আমার ডান হাতে লাইটার,
বা হাতে পুড়ছে ফাইনলি গ্রাইন্ডেড ব্রিটিশ ব্র্যান্ড,
বোধহয় এই ধেয়ে আসা আঁধার বিস্তৃত শুণ্যতা নিয়ে গ্রাস করবে।
আমাকে গ্রহন কর দুঃখ,
হারানোর মতো যে সম্পদ ছিলো,
তাকে বিসর্জন দিয়ে এসেছি।
ফিরে এসো না প্রিয় সময়,
ভুল স্মৃতিতে,
ফিরে এসো না আর প্রিয় সুখ,
আমাকে গ্রাস করছে অন্ধকার, আমাকে গিলে খাচ্ছে বিষাদ.!.......!
ওহ! বিষাদ, প্রিয়, বিষাদ! প্রিয় বন্ধু আমার।